School Programme in Baytush sharif jabbariya academy
Details
অদ্য ২৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, কক্সবাজার কর্তৃক বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার সনামধন্য বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজের অডিটেরিয়ামে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব ছৈয়দ করিম। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্ব অনুষষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক তথ্যবহুল পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে খাবার নিরাপদ রাখার উপায়সমূহ, শাক-সবজি ও ফলমূলে ফরমালিন ব্যবহার নিয়ে বিভ্রান্তি এবং পথ খাবার গ্রহণে সতর্কতা সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকাসহ, সচেতনতামূলক পোস্টার, লিফলেট ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সম্পর্কিত বই বিতরণ করা হয় ।