আজ ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রোজ সোমবার কক্সবাজার জেলা শহরের কলাতলী রোডের হোটেল মোটেল জোন সংলগ্ন লাইট হাউজ এলাকায় নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট পরিচালিত হয় । কক্সবাজার জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাজমিন আলম তুলির নেতৃত্বে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, কক্সবাজার এর সহযোগীতায় ক্যাফে ঢাকা রেস্টুরেন্ট ও বাশঁবন রেস্তোঁরায় অপরিষ্কার, নোংরা ও অনিরাপদ উপায়ে খাদ্য প্রস্তুত ও পরিবেশন, যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন না করা ও ব্যবসা পরিচালনা সংক্রান্ত অন্যান্য অনুমোদন সংরক্ষন না করার দায়ে সর্বমোট ১,৫০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: নাজমুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরে আলম, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব জহুর লাল পাল, ও জেলা কার্যালয়ের অন্যান্য সহায়ক স্টাফগণ উপস্থিত ছিলেন । উক্ত অভিযানে কক্সবাজার জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা প্রদান করেন ।