বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, কক্সবাজার কর্তৃক উপজেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চকরিয়া উপজেলার চকরিয়া কোরক বিদ্যাপীঠ অডিটেরিয়ামে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আখের । কর্মসূচিতে উপস্থিত ছাত্রদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক তথ্যবহুল পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। খাবার নিরাপদ রাখার উপায়, ভেজাল ও দূষণ এর মধ্যে পার্থক্য , শাক-সবজি ও ফলমূলে ফরমালিন ব্যবহার নিয়ে বিভ্রান্তি এবং পথ খাবার গ্রহণে সতর্কতাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক পোস্টার, লিফলেট ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সম্পর্কিত বই বিতরণ করা হয়।