বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উখিয়া উপজেলার ফারিরবিল মিনহাজুল কোরআন ওয়াচ্ছুন্নাহ্ আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার জনাব আখাতার হোসাইন।
উক্ত কর্মসূচিতে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মোঃ নাজমুল ইসলাম উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক তথ্যবহুল পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকাসহ, সচেতনতামূলক পোস্টার, লিফলেট ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সম্পর্কিত বই বিতরণ করা হয় ।